অবিলম্বে ১০০দিনের কাজ চালু করা, ক্ষেতমজুরের দৈনিক ৬০০টাকা মজুরি চালু করা, শিক্ষাক্ষেত্র বাঁচাতে ও স্বাস্থ্য ব্যবস্থার প্রসার ঘটানো সহ একাধিক দাবিতে বৃহস্পতিবার আনুমানিক বিকাল ৫টা নাগাদ ‘বাংলা বাঁচাও যাত্রা’ কর্মসূচি গ্রহণ করে সিপিআইএম। কেতুগ্রাম-১ এরিয়া কমিটির উদ্যোগে আয়োজিত আনখোনা থেকে আমগোড়িয়া পর্যন্ত এই বিশেষ পদযাত্রায় পা মেলান দলীয় পদাধিকারীরা। উপস্থিত ছিলেন সংগঠনের এরিয়া কমিটির সম্পাদক কমরেড আনসারুল হক, মিজানুল কবীর সহ অনান্যরা।