মাথাভাঙা ১: নবমীর দিনে মাথাভাঙ্গা শহরে টোটো অটো সহ বিভিন্ন যান চলাচল নিষিদ্ধ করল মাথাভাঙ্গা পুলিশ
শুভ নবমী তিথিতে মানুষের প্রতিভা দর্শনে যেতে অসুবিধা না হয় তার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে শহরের ভেতরে সমস্ত যানবাহন এবং টোটো বাইক ঢোকা নিষিদ্ধ করল মাথাভাঙ্গা থানার পুলিশ। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ এই চিত্র দেখা হলো মাথাভাঙ্গা কলেজ মোড় এলাকায়। বিভিন্ন মানুষ পায়ে হেটে যাচ্ছে, যাতে প্রতিমা রসূলে যাতে অসুবিধা না হয় এবং যানজটের সৃষ্টি না হয় তার জন্য শহরের ভিতরে টোটো বাইক এবং যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয় বলে পুলিশ জানিয়েছেন।