মথুরাপুর ২: কার্নিভালে জয়ী ক্লাব গুলিকে স্মারক প্রদান অনুষ্ঠানে উপস্থিত রায়দিঘি বিধানসভার বিধায়ক
কাশিনগর শ্রীমতিতে দুর্গাপূজার কার্নিভালে যে সমস্ত ক্লাবের প্রতিমা অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে মথুরাপুর দু'নম্বর ব্লকের কয়েকটি ক্লাবের প্রতিমা ও মন্ডপ সুন্দর হওয়ায় আজ অর্থাৎ শুক্রবার বিকাল তিনটা নাগাদ মথুরাপুর দু'নম্বর ব্লক অফিসে স্মারক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই স্মারক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়দিঘি বিধানসভার বিধায়ক ডাক্তার অলক জলদাতা ও মথুরাপুর ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি জয় ভূষণ ভান্ডারী সহ-সভাপতি সংকীর্তন শিকারী ও