বিশালগড়: চড়িলাম সমস্ত ইসকন ভক্তরা মিলে অত্রঅঞ্চল এলাকায় বিশালগড় বাজারে গৌরনিতাই ভগবানকে নিয়ে নগর সংকীর্তন করা হয়
সমস্ত ইসকন ভক্তরা কার্তিক দামোদর মাস উপলক্ষে বিভিন্ন জায়গাতে নগর সংকীর্তন করা হয়। চড়িলাম ইসকন ভক্তরা মিলে অত্র অঞ্চল এলাকায় বিশালগড় বাজারে শুক্রবার রাতে গৌড় নিতাই ভগবানকে নিয়ে নগর সংকীর্তন করা হয়। এই দিন নগর সংকীর্তনে ভক্তদের মধ্যে উৎস উদ্দীপনা লক্ষ্য করা গেল।