বোলপুর-শ্রীনিকেতন: আগাম জামিনের আবেদন করতে পারেন অনুব্রত তারপরে হাজিরা সম্মুখীন
আইসি কে গালিগালাজ পড়েন অনুব্রত তারপরই পুলিশী মামলা, পুলিশের দুটি নোটিশ এড়িয়ে যান অনুব্রত অসুস্থতার কারণে এগিয়ে যান। সূত্রের খবর অনুব্রত মণ্ডল আজ আগাম জামিনের আবেদন করছেন আগাম জামিনের পরই তদন্তকারী অফিসারের মুখোমুখি হতে পারেন অনুব্রত।