মানবাজার ২: কূটনী গ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীকে ধাক্কা পিকআপ ভ্যানের, আহত তিন
ভয়াবহ পথ দুর্ঘটনা।নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে পথচারীদের, ও পরে বাড়িতে ধাক্কা পিকআপ ভ্যানের,ঘটনায় গুরুতর আহত তিনজন।বুধবার আনুমানিক সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ পথ দুর্ঘটনাটি ঘটে বোরো থানার অন্তর্গত দিঘি অঞ্চলের কূটনী গ্রামে।স্থানীয় সূত্রে জানা যায় একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাড়িয়ে থাকা তিনজনকে ধাক্কা দেয়।পরবর্তীকালে আহতদের উদ্ধার করে নিকটবর্তী বারী ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।