কালনা ২: আট বছরের প্রতীক্ষার পর কালনা-শান্তিপুর সেতু প্রকল্পে শুরু সয়েল টেস্টিং,জমি জট কিছুটা অমীমাংসিত হলেও শুরু মাটি পরীক্ষা
মুখ্যমন্ত্রীর ঘোষণার আট বছর পর অবশেষে কালনা-শান্তিপুর সেতু প্রকল্পে এক ধাপ অগ্রগতি। মঙ্গলবার থেকে ভাগীরথীর তীরে শুরু হয়েছে সয়েল টেস্টিং-এর কাজ। সাতগাছি পঞ্চায়েতের প্রধান হরে কৃষ্ণ মণ্ডল জানান, বাইরে থেকে মেশিন এসে মাটি পরীক্ষার কাজ শুরু করেছে। এর ফলে আনুষ্ঠানিকভাবে প্রকল্পের কাজ এগোচ্ছে বলে মনে করা হচ্ছে। ২০১৮ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, ২০২২ সালের মধ্যে সেতু তৈরি হবে। হাজার কোটি টাকার এই প্রকল্পে এখনও পর্যন্ত প্রায় ৯৮% জমি ক