কাটোয়া ১: কাটোয়ার দেবরাজ ঘাট ও কালনার মহিষমর্দিনী তলা ঘাটে গঙ্গা দূষণ রোধে উৎসব ২০২৫ এ গঙ্গা আরতির আয়োজন
গঙ্গা দূষণরোধ করতে প্রত্যেক বছরের মতো এবছরও কাটোয়ার দেবরাজ ঘাটে গঙ্গা উৎসব আয়োজিত হলো। বৃহস্পতিবার সন্ধ্যায় কাটোয়া দেবরাজ ঘাটে গঙ্গা আরতি এই গঙ্গা উৎসব ২০২৫ এর বিশেষ আকর্ষণ। কাটোয়া পৌরসভা ও কাটোয়া মহকুমা প্রশাসনের যৌথ উদ্যোগে এবছরও গঙ্গা উৎসবের আয়োজন করা হয়। এক ঝাঁক সরকারি আধিকারিক ও জনপ্রতিনিধির উপস্থিতিতে গঙ্গা আরতি করে সাধারণ মানুষের মধ্যে গঙ্গা দূষণ সম্পর্কিত সচেতনতা বৃদ্ধি করতেই এই উদ্যোগ গ্রহণ করেছে প্রশাসন।