খোয়াই: খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে বের হলো রান ফর ইউনিটি
Khowai, Khowai | Oct 31, 2025 খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে বের হলো রান ফর ইউনিটি।সরদার বল্লভ ভাই প্যাটেলের জন্মতিথি উপলক্ষে এদিন যুব ও ক্রীড়া বিষয়ক দপ্তরের উদ্যোগে সকাল সাতটা নাগাদ এই রান ফর ইউনিটি বের হয়। উপস্থিত ছিলেন জেলাশাসক রজত প্রান্ত, সুভাষ পার্ক আউট পোস্টের ওসি রঞ্জিত সরকার, যুব ও ক্রীড়া বিষয়ক দপ্তরের খোয়াই জেলার আধিকারিক কমলেন্দু শীল সহ অন্যান্যরা।