বালি-জগাছা: হাওড়া সদরের প্রধান কার্যালয়ে তৃণমূল কংগ্রেসের inttuc পক্ষ থেকে বিজয় সম্মেলনে
এই দিন বিকেল পাঁচটা নাগাদ হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের প্রধান কার্যালয় আইএনটিটিইউসির তরফ থেকে বিজয় সম্মেলনির আয়োজন করা হয়। উপস্থিত আছেন হাওড়া সদরের তৃণমূল কংগ্রেসের inttuc সভাপতি অরবিন্দ দাস। তুমি ছাড়া উপস্থিত ছিলেন inttuc অন্যান্য কর্মী সমর্থকরা।