ধর্মনগর: ধর্মনগর শহরে থানা ও ধর্মনগর ট্রাফিক দপ্তরের যৌথ উদ্যোগে বিশেষ ট্রাফিক অভিযান চালানো হয়
ধর্মনগর শহরে থানা ও ধর্মনগর ট্রাফিক দপ্তরের যৌথ উদ্যোগে বিশেষ ট্রাফিক অভিযান চালানো হয়। ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার জানান, শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হেলমেটবিহীন বাইক চালক ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই চলাচলকারী বেশ কয়েকজন চালকের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, এই বিশেষ অভিযান কালীপূজা পর্যন্ত অব্যাহত থাকবে। পূজার দিনগুলিতে শহরের ৬টি গুরুত্বপূর্ণ স্থানে নো-এন্ট্রি জোন ঘোষণা করা হবে।