কৃষ্ণগঞ্জ: ভাইফোঁটায় চাহিদা তুঙ্গে হলো ইলিশ মাছের, মাজদিয়া বাজারে ক্রেতাদের ভীড়
ভাইফোঁটায় চাহিদা তুঙ্গে হলো ইলিশ মাছের, মাজদিয়া বাজারে ক্রেতাদের ভীড়, আজ ভাইফোঁটা, সারাদিন হলো ভাইয়ের কপালে ফোটা দিয়ে ভাইয়ের দীর্ঘায়ু কামনা করার পালা কিন্তু সবার আগে বাজারে গিয়ে সকালে মাছ মাংস সবজি বা আনাজ কেনার পর্ব ছিল অতি গুরুত্বপূর্ণ আর আজ মাজদিয়া বাজারে গিয়ে বোনেরা বা পরিবারের লোকেরা ইলিশ চিংড়ি কিনতে ব্যস্ত, দাম বেশী হলেও কোন ব্যাপারই নয়, আর আজ সকাল ১০ টা নাগাদ মাজদিয়া বাজারের চেহারাটা কি ছিলো দেখাবো আপনাদের।