শ্রীরামপুর-উত্তরপাড়া: উত্তরপাড়া পৌরসভার ১নং ওয়ার্ডে ‘ভোট রক্ষা শিবির’-এর উদ্বোধন
পৌর প্রতিনিধি পার্থ মজুমদারের উদ্যোগে সাধারণ মানুষের পাশে থেকে সেবা প্রদানের অঙ্গীকার।উত্তরপাড়া পৌরসভার ১নং ওয়ার্ডে আজ দুপুরে পৌর প্রতিনিধি পার্থ মজুমদারের উদ্যোগে উদ্বোধন হল “ভোট রক্ষা শিবির”-এর। ওয়ার্ডের সাধারণ মানুষের স্বার্থে আয়োজিত এই বিশেষ শিবিরে জানানো হয়, SIR সংক্রান্ত কোনো সমস্যায় পড়লে স্থানীয় বাসিন্দারা সরাসরি শিবিরে এসে সাহায্য নিতে পারবেন।