ধানের গাদায় আগুন লেগে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হলো বরাবাজার থানার গোডডি গ্রামে এক চাষীর। বুধবার দুপুর নাগাদ ধানের গাদায় হঠাৎ করেই আগুন লাগে, খবর পেয়ে গ্রামের লোকজন ছুটে আসে আগুন নেভাতে, সঙ্গে সঙ্গে খবর যায় বরাবাজার থানায় এবং দমকল বিভাগে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় বরাবাজার থানার পুলিশ ও দমকল বিভাগের একটি ইঞ্জিন। তিন ঘণ্টার চেষ্টায় অবশেষে নেভানো হয় ধানের গাদার আগুন, ততক্ষণে পুরো গাদাটি নষ্ট হয়ে গেছে পুড়ে।