খড়গপুর ১: মানিক পাড়ার হাতিগুলি হঠাৎ কলাইকুন্ডা এলাকায়, রবিবার রাতে উদ্বেগ বনদপ্তরের
মানিকপাড়া এলাকায় তাড়া খেয়ে বড় একটি হাতির পাল রবিবার রাতে হাজির হলো খড়্গপুরের কলাইকুন্ডা সংলগ্ন এলাকায়। কলাইকুন্ডা এয়ারপোর্ট এলাকার প্রাচীরের পাশে সেগুলি অবস্থান শুরু করে রাত ৯ টা নাগাদ। লোকালয় থেকে দূরে সরাতে হুলা পার্টির সদস্যরা কাজ করেছেন অনেক রাত পর্যন্ত।