রানাঘাট ২: বেআইনি বাজি মজুত করে বিক্রির অভিযোগ,বিবেকানন্দ পল্লী থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করলো গাংনাপুর থানার পুলিশ
গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বেআইনি বাজি মজুত করে বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করলো গাংনাপুর থানার পুলিশ। সূত্রের খবর, শুক্রবার রাতে গাংনাপুর পুলিশ গোপন সূত্রে খবর পায় বিবেকানন্দ পল্লী এলাকায় বেআইনি ভাবে এক ব্যক্তি নিষিদ্ধ বাজি মজুত করে বিক্রি করছে। আর এর পরই গাংনাপুর পুলিশ অভিযান চালিয়ে এক ব্যক্তিকে গ্রেফতার করে। ধৃতের কাছ থেকে বিপুল পরিমাণ বাজি বাজেয়াপ্ত করেছে পুলিশ। শনিবার ধৃতকে রানাঘাট আদালতে পাঠিয়েছে গাংনাপুর থানার পুলিশ।