কোচবিহার ১: শেষ দিনে ই উপচে পড়া ভিড় কোচবিহারের ঐতিহ্যবাহী রাসমেলায়, খুশি ব্যবসায়ীরা
রাস মেলা শেষ দিনে উপচে পড়া ভিড় রাস মেলা ময়দানে, খুশি ব্যবসায়ীরা। চলতি মাসের ৬ তারিখে রাস উৎসব উপলক্ষে সূচনা হয় উত্তর-পূর্ব ভারতের অন্যতম কোচবিহারের ঐতিহাসিক রাসমেলার। আজ তার শেষ দিন। আর এই মেলার শেষ দিনে উপচে পড়া ভিড় রাস মেলা ময়দানে। শুধু কোচবিহার নয় উত্তরবঙ্গ তথা অসমের প্রচুর পরিমাণে জনগণ মেলায় আসছেন।মেলার শেষ দিনে ও ভালোই চলছে বিকি কিনি। এ প্রসঙ্গেই রাস মেলায় আগত ব্যবসায়ীরা কি জানিয়েছেন শুনে নেব