কালচিনি: পুজোর সময় বন্ধ হয়ে গেল চিঞ্চুলা চা বাগান, শ্রমিকদের বোনাস না দিয়ে বাগান ছেড়ে চলে গেল কতৃপক্ষ
পুজোর সময় বন্ধ হয়ে গেল চিঞ্চুলা চা বাগান, শ্রমিকদের বোনাস না দিয়ে বাগান ছেড়ে চলে গেল কতৃপক্ষ।শুক্রবার সন্ধ্যায় শ্রমিকরা জানতে পারে বাগানে কোনো মালিক পক্ষ নেই সবাই বাগান ছেড়ে পালিয়েছে। বিপাকে পড়লো প্রায় এক হাজার তিনশো শ্রমিক পরিবার। আজ বোনাস প্রদানের কথা ছিল কিন্ত শ্রমিকদের বোনাস না দিয়ে বাগান ছেড়ে চলে গেল। যদিও এখন ওবধি কোনো বন্ধের নোটিশ দেয়নি মালিক পক্ষ।