বর্ধমান ১: বসিপুর এলাকার ১৯ নং জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পুণ্যার্থীদের বাস,মৃত ১,আহত ২০
মৃতের নাম রামদেব মিশ্রা(৪৫)।বাড়ি উত্তরপ্রদেশের বলরামপুরে।কলকাতামুখী পুণ্যার্থীবোঝাই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে সামনে থাকা লড়ির পিছনে।হুগলির বসিপুর এলাকার ঘটনা।পুলিশসূত্রে জানা গেছে,উত্তরপ্রদেশের বলরামপুর ও গন্ডা জেলার বেশকিছু পুণ্যার্থী একটি বাসে করে তীর্থযাত্রার উদ্দেশ্যে গত ৯সেপ্টেম্বর রওনা দেন।দেওঘর হয়ে গঙ্গাসাগর যাওয়ার পথে বুধবার ভোরে হুগলির বসিপুরে ১৯নং জাতীয় সড়কের উপর দুর্ঘটনায় পরে তাঁদের বাস।দ্রুতগতিতে যাওয়ার সময় হঠ্যাৎ করেই নিয়ন্ত্রণ হারায়