মেদিনীপুর: জঙ্গলমহলের কঙ্কাবতী এলাকায় ছট পুজোর ভিড়! শুকিয়ে যাওয়া কংসাবতী নদীতেও বিভিন্নভাবে পুজোর আয়োজন
মঙ্গলবার ভোর থেকেই হাজার মানুষের ভিড় মেদিনীপুর সদর ব্লকের জঙ্গলমহলের কঙ্কাবতী এলাকায়। ভোর থেকেই সূর্য ওঠার আগে বহু মানুষ হাজির হয়েছিলেন কংসাবতী নদীর ধারে। পূন্যার্থীদের নদীর পাড়ে যাতে কোন বিঘ্ন না ঘটে সেদিকে নজরদারি ছিল ভোর থেকেই।