পলাশীপাড়া বিধানসভার বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার বাড়ি বাড়ি এসআইআর এর এনামুরেশন ফর্ম বিতরণ করা হলো। বুঝ লেভেল অফিসাররা রাজনৈতিক দলের বিএলএদের সঙ্গে নিয়ে সম বিতরণ করছেন। বিধানসভার ধনঞ্জয়পুর পঞ্চায়েতের উদ্যোগে এস আই আর সহায়তা কেন্দ্র খোলা হল দিনভর। হাঁসপুকুরিয়া অঞ্চলেও তৃণমূল কংগ্রেসের পক্ষ দলীয় কার্যালয়ে সহায়তা কেন্দ্র এবং বাংলার ভোট রক্ষা শিবির করা হলো রাত পর্যন্ত খোলা সহায়তা কেন্দ্র।