কলকাতা: কলকাতায় সাইবার ক্রাইম শাখার অভিযান, ভুঁয়ো কল সেন্টার চক্রের ১০'জন গ্রেফতার
কলকাতায় সাইবার ক্রাইম শাখার অভিযান, ভুঁয়ো কল সেন্টার চক্রের ১০ জন গ্রেফতার। কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখা গতকাল গভীর রাতে শহরের বিভিন্ন প্রান্তে হানা দিয়ে ভুঁয়ো ও প্রতারণামূলক কল সেন্টার চক্রের ১০ জনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে মূল অভিযুক্ত হিসেবে নাম থাকা জাওয়েদ খানকেও গ্রেফতার করা হয়েছে।