রায়গঞ্জ: প্রথা মেনে নবমীতে মহিলা পরিচালিত মিলনপাড়া সার্বজনীন দুর্গোৎসবে কুমারী পুজা অনুষ্ঠিত হোলো বুধবার
প্রথা মেনে নবমীতে মহিলা পরিচালিত মিলনপাড়া সার্বজনীন দুর্গোৎসবে কুমারী পুজা অনুষ্ঠিত হোলো। বুধবার বিকালে পুজা কমিটির তরফে কেয়া কর চৌধুরী জানান, তাদের পুজো এবার ৬৭ বছরে পা দিল। প্রথা মেনে তারা নবমী তিথিতেই কুমারী পুজা করলেন। নারী শক্তির বিকাশ ও নারীর প্রতি সম্মান জানাতেই তাদের এই পুজায় কুমারী পুজা করা হয়৷ তাদের পুজায় পুরুষরাও অংশ নিলেও মহিলারাই অগ্রণী ভুমিকা গ্রহন করেন।