তমলুক: দশমীবিহিত পূজা,অপরাজিতা পূজা,অঞ্জলী প্রদানের মধ্যদিয়ে আজ মাকে বিদায় জানালো নন্দীগ্রাম শারদীয়া উৎসব সমিতি
পূর্ব মেদিনীপুর জেলার প্রাচীনতম দুর্গোৎসব গুলির মধ্যে নন্দীগ্রমে শারদীয়া উৎসব সমিতির দুর্গোৎসব অন্যতম। তাদের এবছরের পুজো ১১৭তম বর্ষে পদার্পন করলো। আজ মহাদশমী দশমীবিহিত পূজা,অপরাজিতা পূজা,অঞ্জলী প্রদানের মধ্যদিয়ে আগামী বছর আবার আসার আমন্ত্রণ জানিয়ে মাকে এবছর বিদায় জানালো নন্দীগ্রাম শারদীয়া উৎসব সমিতি। সংস্থার সম্পাদক শম্ভু তিয়ারী অশ্রু সিক্ত চোখে বলেন আমাদের বাড়িতে মেয়ে এলে যেমন আনন্দে ভরে ওঠে আমাদের বাড়ি তেমনি এই চার দিন ধরে সরগরম ছিল আজ মায়ের বিজয়া। শম্ভ