বাঁধপাড়া এলাকায় বুধবার বিলের জলে ভাসমান অবস্থায় উদ্ধার হয় এক পরিযায়ী শ্রমিকের মৃতদেহ। মৃতের নাম প্রণব কর্মকার (৪৭)। তাঁর মৃত্যুর ঘটনায় গভীর সংকটে পড়েছে পরিবার। প্রণব কর্মকার ছিলেন পরিবারের একমাত্র উপার্জনশীল সদস্য। স্ত্রী, এক ছেলে এবং এক মেয়ে নিয়ে চলত সংসার। তাঁর মৃত্যুর খবরে পরিবার কার্যত ভেঙে পড়ে এবং অসহায় অবস্থায় পড়ে,ঘটনার খবর পেয়েই মৃত শ্রমিকের পরিবারের সঙ্গে দেখা করতে তাদের বাড়িতে ছুটে যান হবিবপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন সরকার