মেদিনীপুর: পুজোর মুখে এলাকার মানুষের বিভিন্ন সমস্যা শুনতে আট নম্বর ওয়ার্ডে পাড়ায় সমাধানে বিধায়ক
মেদিনীপুর পৌর এলাকার ৮ নাম্বার ওয়ার্ডে আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে এলাকার বিভিন্ন না করা কাজের ও সমস্যার তালিকা শুনলেন বিধায়ক সুজয় হাজরা। সোমবার দুপুর পর্যন্ত এই শিবিরে সমস্যাগুলি শুনে সমাধানের রাস্তাও দিলেন তিনি।