সীমলাপাল: ইস্কনের চন্দ্রোদ্বয় মন্দিরের আদলে সিমলাপাল লাল ময়দানে সিমলাপাল সর্বজনীন শারদোৎসব কমিটির মন্ডপ তৈরি করা হয়েছে
সিমলাপাল লাল ময়দানে সিমলাপাল সর্বজনীন শারদোৎসব কমিটির দুর্গাপূজা ২৬ তম বছরে পড়ল। প্রতিবছরেরই থিমের চমক থাকে। চলতি বছরে ইস্কনের চন্দ্রোদয় মন্দিরের আদলে তৈরি করা হয়েছে থিম। সাবেকি প্রতিমা। বাজেট প্রায় বাইশ লক্ষ টাকা। ষষ্ঠীর দিনে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান সহ পুজোর বাকি চার দিন ধরে কলকাতা দুর্গাপুরের অতিথি শিল্পী, জি বাংলা সারেগামাপা খ্যাত শিল্পী, ইন্ডিয়ান আইডল খ্যাত শিল্পী ও স্থানীয় শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে।