বাবা নাম কেবলম সংকীর্তন আয়োজিত হল সারিডী গ্রামে প্রতিবছরের ন্যায় এই বছরও বার্ষিক কীর্তন উপলক্ষে বাঘমুন্ডির সারিডি গ্রামে তিন ঘন্টার আনন্দমার্গের বাবা নাম কেবলম সংকীর্তন আয়োজিত হল রবিবার দুপুর তিনটা নাগাদ। যেখানে ব্লক এলাকার বিভিন্ন প্রান্তের থেকে মানুষজন সমবেত হয়। তবে বিশেষ করে সারিডি গ্রামের পুরুষ মহিলা ছাত্র-যুব সকলে এই বাবা নাম কেবলম সংকীর্তনে সামিল হয়। আনন্দমার্গ শিক্ষা, স্বাস্থ্য এবং ধার্মিক বিষয়ের উপর নিরন্তর কাজ করে চলেছেন।