ঝালদা ১: রাজ্য বিজেপির কালচারাল সেলের কনভেনার তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ পৌঁছালেন ঝালদাতে
রাজ্য বিজেপির কালচারাল সেলের কনভেনার তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ পৌঁছালেন ঝালদা তে। বাংলা সিনেমার স্বনামধন্য অভিনেতা রুদ্রনীল ঘোষ। যিনি এখন বিজেপির পশ্চিমবঙ্গ প্রদেশের কালচারাল কনভেনারের দায়িত্বে আছেন। গতকাল থেকেই তিনি পুরুলিয়ার বিভিন্ন এলাকায় বিজেপি কর্মীদের সাথে সাক্ষাৎ করে একাধিক বৈঠক করেন। মঙ্গলবার সন্ধ্যা ছয়টা নাগাদ বাগমুন্ডি বিধানসভার ঝালদা তে তিনি উপস্থিত হয়ে বিজেপির নেতৃত্ব এবং কর্মীদের সাথে সাক্ষাৎ করেন ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।