রাজনগর: শিশু ও মায়ের পুষ্টির বার্তা নিয়ে পথে মঙ্গলদীপ! রাজনগরে ICDS দিবসে সচেতনতা র্যালি ও শিবির
রাজনগরে মঙ্গলদীপ মহিলা সংঘের উদ্যোগে শুক্রবার বিকেল চারটে নাগাদ ICDS দিবস পালিত হল। ICDS অর্থাৎ সুসংহত শিশু উন্নয়ন প্রকল্প দিবস 2025 পালন উপলক্ষে রাজনগরের বড়বাজারে মহিলা স্বনির্ভর গোষ্ঠী মঙ্গলদীপ মহিলা সংঘ SHG কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সভাকক্ষে একটি সচেতনতা মূলক শিবির আয়োজিত হলো। পাশাপাশি ব্যানার প্ল্যাকার্ড নিয়ে একটি চেতনতমূলক র্যালি করা হলো। শিশু ও গর্ভবতী মায়েদের পুষ্টি বিষয়ে আলোচনা করা হয় এই শিবিরে।