তেহট্ট ২: পলাশীপাড়া ১ নম্বর মন্ডল বিজেপির পক্ষ থেকে বিএলএ টু প্রশিক্ষণ ও সিএএ নিয়ে আলোচনা সভা
পলাশীপাড়া বিধানসভার পলাশীপাড়া ১ নম্বর মন্ডল বিজেপির পক্ষ থেকে বি এল এ টু প্রশিক্ষণ ও সি এ এ নিয়ে হাঁসপুকুরিয়ায় বিশেষ আলোচনা সভা করা হলো। মঙ্গলবার এই সভায় উপস্থিত ছিলেন পলাশীপাড়া এক নম্বর মন্ডল বিজেপির সভাপতি প্রকাশ মন্ডল সহ, পলাশীপাড়া বিধানসভার বিজেপির নেতৃত্ব, মন্ডলের অন্যান্য নেতৃত্ব এবং বুথ সভাপতিরা। এই আলোচনা সভায়  এস আই আর সিএএ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় সেই সাথে বিজয় বিজেপির এক নম্বর মন্ডলের কর্মীদের নিয়ে বিজয়া সম্মেলনী করা হয়।