পাড়া: পাড়া ব্লক এলাকায় শুরু হয়েছে এস আই আর,BLO দের কাজ পরিদর্শন করলেন BDO
Para, Purulia | Nov 5, 2025 পাড়া ব্লক এলাকায় শুরু হয়েছে এস আই আর। বি এল ও রা বাড়িতে বাড়িতে গিয়ে ফর্ম বিতরণ করছেন। বুধবার দুপুর বারোটা নাগাদ পাড়া ব্লকের বিডিও শ্রী নিলাঞ্জন সিনহা, জয়েন্ট বিডিও রানা ঘোষ,ই আর ও অমিত গায়েন সরজমিনে গিয়ে পরিদর্শন করলেন। এদিন বি এল ও দের কাজ পরিদর্শনের পাশাপাশি সাধারণ মানুষ ভোটার দের সাথে কথা বলেন তারা।