হাবরা ১: ঝিকরা এলাকায় বাইকের ধাক্কায় মৃত্যু দেহ ময়নাতদন্তে পাঠানো হলো বারাসাত হাসপাতালে
ঝিকরা এলাকায় আজ শোকের ছায়া। প্রতিদিনের মতো বিকেলে নামাজ পড়তে গিয়েছিলেন স্থানীয় বাসিন্দা মহাবুল হোসেন। নামাজ শেষে বাড়ি ফেরার পথে হঠাৎই ঝিকরার দিক থেকে আসা দ্রুতগামী এক বাইক পিছন দিক থেকে ধাক্কা মারে তাঁকে। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা দ্রুত নিয়ে যান হাবরা হাসপাতালে, কিন্তু চিকিৎসকেরা জানান— তিনি আর নেই। শনিবার দেহ ময়নাতদন্তে পাঠানো হয় বারাসাত হাসপাতালে অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে হাবরা থানার পক্ষ থেকে