কুমারগ্রাম: ভল্কা-বারবিশা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ২টি বুথে তৃণমূলের সাংগঠনিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হল
শনিবার কুমারগ্রাম ব্লকের ভল্কা-বারবিশা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ১০/৮৬ ও ১০/৮৭ নম্বর বুথে তৃণমূলের সাংগঠনিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হল। জানা গিয়েছে, সাংগঠনিক পর্যালোচনা সভা দু'টিতে উপস্থিত ছিলেন তৃণমূলের ভল্কা-বারবিশা ১ নম্বর অঞ্চল সভাপতি কৌশিক দাস, ভল্কা-বারবিশা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রাজীব তির্কি সহ অন্যরা। আগামী বিধানসভা ভোটকে লক্ষ্য রেখে বুথে বুথে পর্যালোচনা সভা করা হচ্ছে বলে তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গিয়েছে।