শান্তিপুর: মশাল জ্বালিয়ে সেই আলোয় মা আগমেশ্বরীকে নিয়ে শান্তিপুরে শোভাযাত্রা করে নিরঞ্জনের জন্য নিয়ে গেল কয়েক হাজার ভক্তবৃন্দ
Santipur, Nadia | Oct 21, 2025 প্রথা মেনে মশাল জ্বালিয়ে সেই আলোয় মা আগমেশ্বরীকে নিয়ে শোভাযাত্রা করে নিরঞ্জনের জন্য নিয়ে গেল কয়েক হাজার ভক্তবৃন্দ। আর মা আগমেশ্বরীর সেই নিরঞ্জন যাত্রা দেখতে মঙ্গলবার রাতে শান্তিপুরের রাস্তায় নামলো শ্রদ্ধালুদের ঢল। কথিত আছে প্রায় 400 বছর আগে আগমবাগিস এর হাতে শুরু এই পুজো এক রাতেই প্রতিমা নির্মাণ করে অনুষ্ঠিত হয়। আর পূজার পরের দিন সন্ধ্যায় মশাল মিছিল করে কাঁধে করে মা আগমেশ্বরীকে নিরঞ্জনের জন্য নিয়ে যান।