কালনা ২: গোয়াল পাড়ায় রাস্তা পারাপার করতে গিয়ে বাইকের ধাক্কায় আহত বৃদ্ধ, কালনা হাসপাতালে চিকিৎসাধীন
কালনার গোয়াল পাড়ায় রাস্তা পারাপার হওয়ার সময় দ্রুত গতিতে আসা বাইকের ধাক্কায় গুরুতর আহত ১ বৃদ্ধ। ঘটনায় তাঁকে উদ্ধার করে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিন আহত বৃদ্ধ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জানান, সবজি বাজার করতে গিয়ে ওই বাইক আচমকা তাঁকে ধাক্কা মারে।