খড়গপুর ১: খড়গপুর ডিভিশনের দুটি স্টেশনে পাঁচ নাবালককে উদ্ধার করল আরপিএফ!
রেলওয়ের খড়গপুর ডিভিশনের দুটি স্টেশনে দুদিন ধরে মোট পাঁচজন নাবালককে উদ্ধার করল আর পি এফ। প্রত্যেককে উদ্ধার করে চাইল্ড লাইনের মাধ্যমে নির্দিষ্ট নিরাপদ স্থানে পাঠানো হয়েছে বলে আরপিএফ কর্তারা জানিয়েছেন। গত এক মাসে এরকম অনেকেই উদ্ধার করা হয়েছে রেলওয়ের পক্ষ থেকে। যারা ট্রেনে করে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার চেষ্টা করছিল উদ্দেশ্য ছাড়াই।