মাথাভাঙা ১: মাথাভাঙ্গা সি টিম গ্রাউন্ড ক্লাবের কালীপূজার উদ্বোধন করেন মাথাভাঙ্গার এসডিপিও সমরেন হালদার
সোমবার রাত ৮ টা নাগাদ মাথাভাঙা সি টিম গ্রাউন্ড ক্লাবের ১৪ তম কালী পুজোর উদ্বোধন হলো। এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাথাভাঙা এস ডি পি ও সমরেন হালদার মাথাভাঙা থানার আই সি হেমন্ত শর্মা মাথাভাঙা পুরসভার চেয়ারম্যান লক্ষপতি প্রামানিক সহ বিশিষ্ট ব্যক্তি বর্গ। এবারে তাদের পুজোর থিম বাবুই পাখির বাসা। এই পুজোয় আলোকসজ্জা নজর কেড়েছে মানুষের মধ্যে।