সিঙ্গুর: সিঙ্গুর ব্লক ও বিধানসভার তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া সম্মেলনী ও প্রবীণ নাগরিকদের সংবর্ধনা সভায় সংসদ মন্ত্রী বিধায়ক
Singur, Hooghly | Oct 12, 2025 রবিবার সিঙ্গুর বিধানসভার অন্তর্গত জামিনবেড়িয়ার লোহাপট্টি সেবা সমিতির হলে সিঙ্গুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া সম্মেলনী ও প্রবীণদের সংবর্দ্ধনা সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা সিঙ্গুরের বিধায়ক বেচারাম মান্না, পূর্ব বর্তমানের সাংসদ ডাঃ শর্মিলা সরকার, চাপদানি বিধানসভার বিধায়ক তথা শ্রীরামপুর হুগলি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম গুইন এবং তৃণমূল কংগ্রেসের সকল শাখা সংগঠনের বহু নেতৃত্ববৃন্দ ও কর্মীরা।