২৬ এর নির্বাচনের প্রতি শুরু করেছে বিজেপি। পাড়ায় পাড়ায় চলছে পরিবর্তন যাত্রা। আজ বুধবার শালবনীতে আয়োজিত হল পরিবর্তন সভা। শালবনী বিধানসভার অন্তর্গত মন্ডল চারের পাঁচ নম্বর লালগেড়িয়া অঞ্চলের বড়কেঁউদী বুথে আয়োজিত হয় বিজেপির পরিবর্তন সভা। এদিন বিকেল প্রায় পাঁচটা নাগাদ শুরু হয় এই সভা এবং চলে সন্ধ্যা প্রায় সাড়ে সাতটা পর্যন্ত। উপস্থিত ছিলেন এলাকার বিজেপি নেতৃত্বরা এবং কর্মী সমর্থকেরা।