কোচবিহার ১: কোচবিহার পিলখানা মহাশ্মশানে ৫১ পীঠ মায়ের পুজো নিয়ে কি জানালেন পৌরসভার চেয়ারম্যান শুনুন
কোচবিহারের মানুষের মঙ্গল কামনায় কোচবিহার পিলখানা মহাশ্মশানে ৫১ পীঠ মায়ের পুজো করে আসছে কোচবিহার পৌরসভা। আগামী কুড়ি সেপ্টেম্বর সন্ধ্যা থেকে সেই পুজো শুরু হবে বলে জানালেন চেয়ারম্যান। কোচবিহারের প্রাক্তন পৌর পিতা বীরেন কুন্ডু এই পুজোর সূচনা করেন। তারপর থেকে এই পুজো হয়ে আসছে কোচবিহার মহাশ্মশানে। এবারও সেই পুজো হবে বলে জানালেন পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। বাইরে থেকে আসছে বাউল শিল্পী বলেও জানান তিনি