নলহাটি ১: নলহাটি এক নম্বর ব্লকের পাইকপাড়া গ্রামে ক পালিত হলো ঈদুল আজহা
আজ ৭ই জুন,শনিবার, সারাদেশের সঙ্গে সঙ্গে নলহাটি ১ নম্বর ব্লকের পাইকপাড়া গ্রামেও ধর্মীয় শ্রদ্ধা ও আনন্দঘন পরিবেশে পালিত হল পবিত্র ঈদুল আযহা বা বকরি ঈদ । এদিন সকাল ঠিক সাতটায় পাইকপাড়ার ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় ঈদের নামাজ। সকাল হতেই ঈদগাহে জড়ো হন হাজার হাজার মুসলিম ধর্মাবলম্বী। নতুন পোশাকে সজ্জিত হয়ে পরিবার-পরিজন নিয়ে সবাই হাজির হন নামাজে অংশ নিতে। নামাজ শেষে চলে কোলাকুলি, শুভেচ্ছা বিনিময় ও কোরবানি পালনের প্রস্তুতি। এলাকার মানুষের মুখে ছিল আনন্দের হা