পাড়া: সাঁওতালডি মহুল মঞ্চে শুরু হলো চারদিনব্যাপী পঞ্চবিংশ নাট্যমেলা
Para, Purulia | Nov 6, 2025 পুরুলিয়ার সাঁওতালডি তাপবিদ্যুৎ কেন্দ্র মহুল মঞ্চে শুরু হলো চার দিন ব্যাপী পঞ্চবিংশ নাট্যমেলা। যার আয়োজক পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি, ব্যাবস্থাপনায় জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর পুরুলিয়া, সহযোগিতায় সাঁওতালডি তাপবিদ্যুৎ কেন্দ্র কর্মী প্রমোদ সংস্থা। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা নাগাদ এই নাট্যমলার শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই উদ্বোধনী সঙ্গীত ও প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। তারপরে আগত অতিথিদের উত্তরিও ও মোমেন্টো দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। উপস্থিত ছিলেন