গাজোল: দুর্লভ রামনন্দী চৌধুরী এষ্টেটের পারিবারিক শ্রী শ্রী আদি শ্যামা কালী মায়ের পুজোর শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে জোর কদমে
Gazole, Maldah | Oct 19, 2025 দুর্লভ রামনন্দী চৌধুরী এষ্টেটের পারিবারিক শ্রী শ্রী আদি শ্যামা কালী মায়ের পুজো প্রতিবছর অনুষ্ঠিত হয়।প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ।এ বছর ২৩০ তম পূজো অনুষ্ঠিত হবে ব্যাপকভাবে এ পূজার শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে ব্যাপকভাবে। এই পুজো জমিদার বাড়ির পুজো। বর্তমানে জমিদার বাড়ির লোকজন বর্ধমান বৈদ্যপুর এলাকায় বসবাস করেন। পুজোর সময় তারা এখানে আসেন। এই পুজো দেখাশোনা করার জন্য সেবায়েত হিসাবে রয়েছেন অমন কুমার ঝা,এখানে বংশপরম্পরা পুরোহিত পুজো করেন এবং বংশপরম্প