ভগবানগোলা ১: ভগবানগোলায় গোপন গাঁজা চাষে পুলিশের হানা, শতাধিক গাছ আগুনে ধ্বংস চারটে ত্রিশ নাগাদ ছবি ধরা পড়ে
ভগবানগোলা, মুর্শিদাবাদঃ আজ বৃহস্পতিবার সকালে রানিতলা থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে চালানো হল এক বিশেষ অভিযান। গোপন সূত্রে খবর পেয়ে রানিতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরিজিত ঘোষের নেতৃত্বে পুলিশ বাহিনী ভগবানগোলা দুই নম্বর ব্লকের ডিহিপাড়া আলমপুর এলাকায় পৌঁছায়। সূত্র মারফত জানা যায়, ওই এলাকায় দীর্ঘদিন ধরেই গোপনে গাঁজা চাষের রমরমা ব্যবসা চলছিল। খবরের ভিত্তিতে দ্রুত তৎপর হয়ে ওঠে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ বেশ কয়েকশো গাঁজা গাছ উদ্ধার করে। এরপর আইন অনুয