সন্ধ্যা নামলেই ভাতারের বিভিন্ন মাঠে কিছু অসাধু ব্যক্তি পুড়িয়ে দিচ্ছে নারা যার ফলে মাটি নষ্ট হচ্ছে ও ফসলের ক্ষতি হচ্ছে। ভাতারের বলগোনা মাঠে বুধবার দেখা গেল অন্য ছবি সেখানে এক মহিলা নাড়া কুড়িয়ে বাড়ি নিয়ে যাচ্ছে। তিনি বার্তা দিলেন নাড়া পুরাবেন না মাটির ক্ষতি।