রানাঘাট ২: আসন্ন দীপাবলি ও কালী পুজোর আবহে শব্দ দানব ডিজে বন্ধের আবেদন নিয়ে রানাঘাট থানায় ডেপুটেশন নাগরিক অধিকার সুরক্ষা কমিটি
আসন্ন দীপাবলি ও কালী পুজোর আবহে শব্দ দানব ডিজের হাত থেকে মানুষকে নিস্তার দেওয়ার আবেদন নিয়ে রানাঘাট পুলিশ এর দ্বারস্থ হলেন রানাঘাট নাগরিক অধিকার সুরক্ষা কমিটি। প্রসঙ্গত সদ্য সমাপ্ত দুর্গা পূজার বিসর্জনের দিনেও বিভিন্ন বারোয়ারী পূজা কমিটি ডিজে সহকারে তাদের বিসর্জন এর শোভাযাত্রা বের করেছিল। অভিযোগ, ডিজের শব্দে মানুষ ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছে। আর আসন্ন কালী পূজায় যাতে ডিজের ব্যবহার না হয় তার জন্য এদিন পুলিশ এর কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়।