রানিনগর ২: সীমান্তবর্তী এলাকা ইউসুফের বটতলা গ্রাম থেকে ২বাংলাদেশিকে গ্রেফতার করে আদালতে পাঠালো রানীনগর থানার পুলিশ
গতকাল রাতে মুর্শিদাবাদ জেলার রাণীনগর থানা এলাকার সীমান্তবর্তী এলাকা ইউসুফের বটতলা গ্রাম থেকে দুই বাংলাদেশিকে গ্রেফতার করে আজ সকালে লালবাগ আদালতে পাঠালো রানীনগর থানার পুলিশ। জানা গেছে গতকাল রাতে দুই বাংলাদেশি যুবক মুর্শিদাবাদ জেলার রাণীনগর থানা এলাকার ইউসুফের বটতলা গ্রামে ঘোরাফেরা করছিলেন সে মত অবস্থায় রাণীনগর থানা পুলিশের চোখে সন্দেহ হলে তাদেরকে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করতে কোন রকম বৈধ কাগজপত্র না দেখিয়ে নিজেকে বাংলাদেশী প্রমাণ করায় তারপরে রাণীনগর থ