জগৎবল্লভপুর: বড়গাছিয়া স্টেশনে অবরোধ তুলতে পুলিশের সঙ্গে বসচা, প্রায় সাড়ে তিন ঘণ্টার পর স্বাভাবিক হয় ট্রেন চলাচল
প্রায় সাড়ে তিন ঘণ্টা পর পুলিশের লাঠিচার্জের পর অবরোধ তুলে ট্রেন চলাচল স্বাভাবিক করলেন। । পরিস্থিতি সামাল দিতে রেল পুলিশ ও জগৎবল্লভপুর থানার বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ এসে পৌঁছায়। জগৎবল্লভপুর থানার পুলিশের সঙ্গে অবরোধকারীদের বচশা।নির্ধারিত সময়ে ট্রেন না চলায় বড়গাছিয়া স্টেশনে ট্রেন অবরোধ করে বিক্ষোভ যাত্রীদের।দক্ষিণ পূর্ব রেলের হাওড়া আমতা শাখায় নিত্যদিন ট্রেন দেরীতে আসার অভিযোগ।সমস্যায় অফিস যাত্রীরা।রেল কর্তৃপক্ষকে জানিয়ে লাভ হয়নি।