পুরুলিয়া ২: কালী পূজা উপলক্ষে এক দিবসীয় স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন হল মফস্বল থানার আমজোড়া গ্রামে
কালীপূজা উপলক্ষে এবং স্থানীয় বাসিন্দা স্বর্গীয় শংকর বাউরির স্মৃতির উদ্দেশ্যে আজকেও ফুটবল টুর্নামেন্ট আয়োজিত হল পুরুলিয়া মফস্বল থানার আমজোড়া গ্রামে । ওই গ্রামের ষোলআনা কমিটির পরিচালনায় আয়োজিত আটটি দলের খেলায় চ্যাম্পিয়ন হয় কাশিপুর থানার কালাঝোর ফুটবল দল ।